ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রমিক নেত্রী আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির সাবেক এমপি ও শ্রমিক নেত্রী আনোয়ারা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

আনোয়ারা বেগম ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তৃতীয় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। আনোয়ারা বেগম জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ছিলেন। 

তিনি জাতীয় শ্রমিক পার্টির সভাপতির দায়িত্বও পালন করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি